হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউএনওর অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, দোকানপাট বন্ধ 

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে আজ বুধবার ২৪ ঘণ্টা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখাসহ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি। কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই সব দোকানপাট বন্ধ রয়েছে। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাজারের সব ব্যবসায়ীর উপস্থিতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ‘ইউএনও জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই জনসাধারণের ওপর অহেতুক জরিমানাসহ বিভিন্ন কাজে স্বেচ্ছাচারি করে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন।’ 

সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘কোন জায়গায় কে পাহাড় কেটেছে আর মহালছড়ি বাজারের মো. আবদুর রশিদ নামের এক ব্যবসায়ীকে দোকানে মাটি ভরাট করার দায়ে অহেতুক ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ইউএনও জোবাইদা আক্তারের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও অপসারণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এসব অভিযোগের বিষয়ে জানতে মহালছড়ি ইউএনও জোবাইদা আক্তারের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। 

প্রসঙ্গত: গত ১৭ জুলাই গভীর রাতে ২৪ মাইল নামক এলাকায় একটি পাহাড় কাটা হয়। এর সূত্র ধরে মহালছড়ি বাজারের আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী তাঁর দোকানের মাটি ভরাটের ওপর দায় চাপিয়ে ইউএনও জোবাইদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন সেই সঙ্গে অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের রায় দেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন