Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১
চান্দিনা থানা-পুলিশের হাতে গ্রেপ্তার মো. শাওন হোসেন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চান্দিনায় এনজিওর পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি মো. শাওন হোসেন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে চান্দিনা থানা-পুলিশ।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মো. শাওন হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। শাওন খাদঘর গ্রামের আলী আহাম্মদের মেয়েকে বিবাহ করে। সেই সুবাদে সেখানে আত্মগোপনে থাকে। আটক শাওন এর তথ্যমতে ঘটনার মূল আসামি স্বপনের শ্বশুরবাড়ি চান্দিনার এতবারপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেল ও ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মিথুন কুমার মন্ডল বলেন, ‘ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন আসামিরা। প্রযুক্তি ব্যবহার করে ঘটনার আট দিন পর মো. শাওন হোসেনকে আটক করি। অভিযুক্ত শাওন প্রাথমিকভাবে এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনা স্বীকার করেছেন। দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে কুমিল্লার আদালতে হাজির করা হয় শাওনকে।’

উল্লেখ, ১৭ মার্চ কুমিল্লার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামে সন্ধ্যার পর একটি এনজিওর পুরুষ ও নারী কর্মীকে আটক করে নির্যাতন চালায় কয়েকজন যুবক। রাত ১১টা পর্যন্ত একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে। এ সময় দুজনকে নগ্ন করে ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ করেন ভুক্তভোগীরা। স্থানীয় লোকজন টের পেয়ে তাঁদের ধাওয়া করে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা করেন এনজিওটির পুরুষ কর্মী তারেক রহমান।

চট্টগ্রামে দুই খুন: পুলিশের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন হতাহতরা

সংঘর্ষ ও খুনের পর মিরসরাইয়ে বিএনপির ৩ কমিটি স্থগিত

মির্জাখীল দরবার শরিফের অনুসারীদের ঈদ উদ্‌যাপন

চট্টগ্রামে বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষে গোলাগুলি, নিহত ২

অর্থ বরাদ্দে অনিয়ম ও খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের প্রতিবাদ

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২

দক্ষিণ চট্টগ্রামসহ দেশের শতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

নাড়ির টানে গ্রামে মানুষ, ফাঁকা শহর নিয়ে দুশ্চিন্তা