হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুকুর পরিচালনার প্রশিক্ষণ নিতে নেদারল্যান্ডসে গিয়ে ২ কনস্টেবল উধাও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নেদারল্যান্ডসে ১৪ দিনের প্রশিক্ষণে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কনস্টেবল আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, তাঁরা স্বেচ্ছায় নেদারল্যান্ডসেই থেকে গেছেন। 

পুলিশ কর্মকর্তারা বলছেন, গত ৯ মে সিএমপির আট সদস্যের একটি দলের সঙ্গে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যান ওই দুই কনস্টেবল। গত ২৪ মে পুলিশের এই দলটি বাংলাদেশ ফিরলেও তাঁদের দুজনের খোঁজ পাওয়া যায়নি। দুই কনস্টেবল হলেন—রাসেল চন্দ্র দে ও শাহ আলম। 

রাসেলের বাড়ি কক্সবাজারে আর শাহ আলমের বাড়ি কুমিল্লায়। তাঁরা সিএমপির দামপাড়া পুলিশ লাইনস ও মনসুরাবাদ পুলিশ লাইনসের ব্যারাকে থাকতেন। 

এ ব্যাপারে জানতে চাইলে সিএমপি উপকমিশনার (সদর) মো. আমির জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা ১৪ দিনের প্রশিক্ষণে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে ফিরতি ফ্লাইটের আগের দিন (২৩ মে) বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বের হয়েছিলেন। পরে আর হোটেলে ফেরেননি। টিমের অন্য সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের পায়নি। এ বিষয়ে ওখানকার কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। ২৪ মে পুলিশের এই দলটি পরে বাংলাদেশে ফিরে আসে।’ 

পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের এই দলটি নেদারল্যান্ডসে থাকা অবস্থায় পুলিশ নিখোঁজ দুই কনস্টেবলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। এ সময় পরিবারের সদস্যরা নিখোঁজ কনস্টেবলদের সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে জানায়। পুলিশের দলটি বাংলাদেশে ফিরে আসার পর তাঁদের পরিবারের সঙ্গে আবার যোগাযোগ করা হয়। স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় সিএমপি পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। 

আমির জাফর বলেন, ‘পরিবারের সদস্যদের বক্তব্য সন্দেহজনক। পরিবারের একজন সদস্য নিখোঁজ হলে তাঁরা যে ধরনের দুশ্চিন্তায় থাকার কথা, সেটা পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায়নি। পরিবারের বক্তব্য ধরলে, তাঁরা নেদারল্যান্ডসেই আছেন। ইচ্ছাকৃত সেখানে থেকে গেছেন। আবার নাও হতে পারে। তবে এখনো এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা আরও কিছুদিন দেখব। এরপর নিখোঁজ দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেব।’ 

পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে আট পুলিশ সদস্যের দলটি চলতি মাসের শুরুর দিকে ‘কুকুরের ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রশিক্ষণ’ শীর্ষক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডসে যায়। 

তবে দুই কনস্টেবলে না ফেরার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বেলায়েত হোসেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন