হোম > সারা দেশ > চাঁদপুর

পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ভেসে থাকা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—মৃৎ শিল্পী অর্জুন পাল (৭০) ও তাঁর স্ত্রী অঞ্জলী পাল (৫৫)। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া। 

মৃত অর্জুন পালের ছোট ভাইয়ের স্ত্রী মিনু পাল জানান, বেলা সাড়ে ১১টার দিকে পুকুরের পানিতে মাছ মরে ভাসতে দেখে অর্জুন পাল পুকুরের পানিতে নামেন। বেশ কিছুক্ষণ পর তিনি ফিরে না আসায় বাড়ির লোকজন পুকুরের পাড় গিয়ে তাঁকে বিদ্যুতায়িত হয়ে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখেন। এ সময় অর্জুন পালকে উদ্ধার করতে তাঁর স্ত্রী অঞ্জলী পালও পুকুরের পানিতে নামেন। তিনিও বিদ্যুতায়িত হন। 

অর্জুন পালের পরিবার জানায়, বৃষ্টির কারণে গতকাল রোববার রাতে তাঁদের বাড়ির বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। আজ সকালে তাঁরা দেখতে পান পুকুরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। পড়ে সকাল সাড়ে ১০টার দিকে পল্লিবিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ জানান, সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পানিতে থেকে উভয়ের মরদেহ উদ্ধার করে। 

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, পুকুর থেকে মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ