Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মোস্তফা গ্রুপের ৬ পরিচালকের নামে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মোস্তফা গ্রুপের ৬ পরিচালকের নামে পরোয়ানা

৬৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মোস্তফা গ্রুপের ছয় পরিচালককে পাঁচ মাসের আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের অর্থঋণ আদালত। আজ রোববার আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারি করেছেন। 

চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। খেলাপি ঋণ আদায়ে বিবাদীদের বাধ্য করার অংশ হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে আদালতের আদেশে উল্লেখ রয়েছে বলেও জানান তিনি। 

পরোয়ানা জারি হওয়া মোস্তফা গ্রুপের ছয় পরিচালক হচ্ছেন হেফাজতুর রহমান, জহির উদ্দিন, মোহাম্মদ শফিক উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, রফিক উদ্দিন ও কামাল উদ্দিন। 

আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, বিবাদীরা ২০১৩ সালে নগরীর লালদীঘি এলাকার রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ঋণ গ্রহণ করেন। ওই অঙ্কের খেলাপি ঋণের টাকা আদায়ে গত বছরের ২০ অক্টোবর আদালতে জারি মামলা দায়ের করা হয়। এ ছাড়া বিবাদীদের নেওয়া ঋণের বিপরীতে কোনো ধরনের জামানত নেই বলে জানা যায়। 

এ বিষয়ে রূপালী ব্যাংকের আইনজীবী মারুফ বিন সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের জন্য আমরা বিবাদীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ছয় পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশের আদেশ দেন।’

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার