হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আবাদি জমি রক্ষা করতে গ্রামে পরিবেশবান্ধব ঘরবাড়ি করতে হবে: গৃহায়নমন্ত্রী 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘আবাদি জমি প্রতিবছরই নষ্ট হচ্ছে। এটা থেকে কীভাবে গ্রামগুলোকে রক্ষা করা যায় দেখতে হবে। গ্রামে পরিবেশবান্ধব ঘরবাড়ি যাতে হয়, সেটা খেয়াল রাখতে হবে। আমি সর্বাত্মক চেষ্টা করে যাব।’ 

আজ শুক্রবার দুপুরে প্রথমবারের মতো নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া চিনাইরে এসে বাবা-মায়ের কবর জিয়ারত করেন উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবাদি কৃষিজমি রক্ষা ও পরিকল্পিত গ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরে এসব কথা বলেন তিনি।

মোকতাদির চৌধুরী বলেন, গ্রামগুলোতে যে অপরিকল্পিত ঘরবাড়ি হচ্ছে, সেখানেও যাতে পরিকল্পিত গ্রাম গড়ে তোলা যায় সেটা দেখতে হবে। গ্রামের যে আবাদি জমি আছে, সেগুলো যাতে নষ্ট না হয়। 

এ সময় তিনি আরও বলেন, ‘পরিকল্পিত নগরায়ণের কথা প্রধানমন্ত্রী আমাকে বলেছেন। আমি আমার সাধ্য অনুযায়ী একজন মানুষ হিসেবে আমার ওপর এই বয়সেও যে গুরুদায়িত্ব এসেছে, সেটা পালনে সচেষ্ট থাকব।’ 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর সঙ্গে এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ