হোম > সারা দেশ > চট্টগ্রাম

লঞ্চের কেবিন থেকে দরজি-কারিগরের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ নামে একটি যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে মো. জয়নাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ 
শুক্রবার দুপুরে নৌ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

পরে মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে (শুক্রবার) সকালে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের উদ্দেশে যাত্রীবাহী লঞ্চটি ছেড়ে আসে। 

চাঁদপুর নৌ থানার উপপরিদর্শক (এসআই) জহির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লঞ্চের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ঢাকায় একটি দরজির (টেইলার্স) দোকানে কারিগরের কাজ করেন। 

তিনি বলেন, ‘ওই দোকানমালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়। কেবিনে তিনি একা থাকায় পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তবে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’ 

বোগদাদিয়া লঞ্চ-৭-এর মাস্টার কলিমুল্লাহর দেওয়া তথ্যে জানা গেছে, সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে লঞ্চটি দুপুর পৌনে ১২টায় চাঁদপুর ঘাটে আসে। সব যাত্রী লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নিচতলার ১০৩ নম্বর কেবিনের যাত্রী ভেতরে থেকে যান। 

পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায়, তিনি নিচে পড়ে আছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে নৌ থানা-পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লঞ্চের টালি খাতায় তিনি জয়নাল নাম অন্তর্ভুক্ত করেছেন। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মুনসুর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগী মৃত্যুবরণ করেছেন। রোগীকে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই কোনো কারণ বলা যাচ্ছে না।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন