হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবান সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত: আইএসপিআর

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন। আজ রোববার সকালে জেলার রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী রেমাক্রি ইউনিয়নের দুর্গম বাকলাই এলাকায় তাঁদের লাশ পড়ে ছিল।

আজ রোববার দুপুরে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আজ রোববার সকালে রুমা ও থানচির বাকলাই এলাকায় দুজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। তাঁদের পরনে কেএনএফের পোশাক রয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য রওনা দিয়েছে। তবে এখনো তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দুর্গম হওয়ায় হেঁটে যেতে হচ্ছে।’

উল্লেখ্য, ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফের ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবর থেকে কেএনএফ ও যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন সেনা সদস্যসহ কেএনএফের সদস্য রয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক এবং অপহরণের শিকার হয়েছেন অন্তত ৩০ জন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন