তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার সিলমারা ব্যালটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ বুধবার ভোটকেন্দ্রের গোপন কক্ষে ব্যালটে সিল মারার এ ছবি পোস্ট দেন তাঁরা। এই নিয়ে দিনভর যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল জানান, কোম্পানীগঞ্জে নির্বাচন চলাকালীন তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সারা দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময়ে করও কাছ থেকে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসেনি বলে জানান তিনি।