কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার দুপুরে বরুড়া উপজেলা কলেজ রোড এলাকার জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি।
জাপার রওশনপন্থী নুরুল ইসলাম মিলন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি। নির্বাচনে তিনি ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এবারের নির্বাচনে ওই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন ইরফান বিন তোরাব আলী।
সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম মিলন বরুড়ায় নির্বাচনে অনুকূল পরিবেশ নেই বলে অভিযোগ করেন।
এ সময় উপজস্থিত ছিলেন বরুড়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. আবদুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান ভূঁইয়া, জাতীয় পার্টির নেতা আবু ইউসুফ মানিক, রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।