নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
দ্বিতীয়বারের মতো গিনেস বুকে নাম লিখিয়ে নতুন কীর্তি গড়লেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পার্থ। তিনি ১ লাখ ৭১ হাজার ৯০১টি স্টেপল পিন জুড়ে ৫ হাজার ৭৫৩ ফুট ১০ ইঞ্চি লম্বা চেইন তৈরি করে এই রেকর্ড গড়েন। এর আগে তিনি ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর সেফটিপিনের চেইন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান পেয়েছিলেন।
পার্থ চন্দ্র দেব উপজেলার ফান্দাউক ইউনিয়নের জগদীশ চন্দ্র দেবের ছোট ছেলে। তিনি হবিগঞ্জে একটি কলেজে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারে স্টেশনারি ব্যবসাও করছেন।
ভারতের গুরুদত্ত মালানীর ১ হাজার ৬৬ দশমিক ২৫ মিটার দৈর্ঘ্যের চেইনের রেকর্ড ভেঙে গিনেস বুকে নাম লেখালেন পার্থ।
১ হাজার ৭৫৪ দশমিক ০৯ মিটার দীর্ঘ এই চেইন তৈরিতে পার্থর সময় লেগেছে ২০৭ দিন (৮১৫ ঘণ্টা ২৭ মিনিট)। প্রতিদিন গড়ে তিনি সময় ব্যয় করেছেন ৩ ঘণ্টা ৫৭ মিনিট প্রায়।
পার্থ চন্দ্র দেব এই চেইনের কাজ শুরু করেছিলেন ২০২০ সালের ২০ জুলাই। শেষ হয় ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি। প্রায় ১০ মিলিমিটার সাইজের ছোট ছোট পিন খালি হাতে জুড়ে এ চেইন তৈরি করেন পার্থ।
পার্থ জানান, গত ১৬ সেপ্টেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের পক্ষ থেকে স্বীকৃতি পান তিনি। তাঁকে জানানো হয়, স্টেপল পিন দিয়ে পৃথিবীর দীর্ঘতম চেইনটি তিনি তৈরি করেছেন।
বড় ভাই জয়ন্ত দেব বলেন, গিনেস বুকে নাম ওঠায় আমাদের পরিবারের সদস্যরা খুশি। পরিবারের পক্ষ থেকে আমরা এ কাজে তাঁকে অনুপ্রাণিত ও সহযোগিতা করেছি।