হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চোরাই ডিজেল ও মবিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের একটি বসতঘর থেকে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ও ২৮০ লিটার মবিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে মহানগরীর পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই জ্বালানিসহ তাঁদের আটক করা হয়। র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

আটককৃতরা হলেন চট্টগ্রামের পতেঙ্গার দক্ষিণপাড়া এলাকার মো. সুলাইমান (২৯) ও একই এলাকার বাসিন্দা মো. নেজাম (২৪)। 

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা জাহাজ, জ্বালানি বহনকারী লরিসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে ডিজেল ও মবিল সংগ্রহ করে একটি বসতঘরে মজুত করে আসছিলের। পরে এসব জ্বালানি অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করেন। 

মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পরে সেই বসতঘরে অভিযান চালিয়ে মো. সুলাইমান ও মো. নেজামকে আটক করা হয় এবং ৩৩টি প্লাস্টিকের জারে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ও সাতটি জারে ২৮০ লিটার মবিল জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানির মূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের হচ্ছে বলে জানান তিনি।

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন