চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে বালু তোলার সময় ১০টি বাল্কহেড, একটি ড্রেজারসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায়।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের বুধবার রাত ১১টা থেকে আজ দুপুর পর্যন্ত ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু তোলার একটি ড্রেজার, ১০টি বাল্কহেডসহ ৩৮ জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর সদর থানা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।