হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকা থেকে সাড়ে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। এটির ওজন প্রায় ৮ কেজি। পরে সাপটি পৌর এলাকার পশ্চিমে বন বিভাগের আওতাধীন গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়।
আজ বুধবার দুপুরে পৌরসভার পশ্চিম দেওয়ান নগর নয়ামিয়া সরদার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, বুধবার বেলা ১২টার দিকে পৌর এলাকার পশ্চিম দেওয়ান নগর নয়ামিয়া সরদার বাড়ি থেকে সাপটি উদ্ধার করি। পরে সাপটি গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।