Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিয়ের ৭ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

বিয়ের ৭ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের সাত মাসের মাথায় জান্নাতুল ফেরদৌস (১৯) নামে এক তরুণী গলা ফাঁস আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার (৩১ জুলাই) বেলা ১টার দিকে শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পরে পুলিশ হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জান্নাতুল ফেরদৌস উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার বাসিন্দা বাহরাইন প্রবাসী মো. আবুল হোসেনের স্ত্রী। সাত মাস আগে তাঁদের বিয়ে হয়। প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন স্বজনেরা।

জান্নাতুলের চাচা আবু আহাম্মদ জানান, দুপুরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারেন তাঁর ভাতিজি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তিনি এটিকে আত্মহত্যা বলে মানতে পারছেন না। ভাতিজির মৃত্যু রহস্যজনক দাবি করে আবু আহাম্মদ বলেন, ‘তারা আমার ভাতিজিকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। সম্মানহানীর ভয়ে কাউকে কিছু বলত না। যার কারণে তাকে আজ মরতে হলো।’

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।’

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে