হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষকের মার খেয়ে হাসপাতালে শিক্ষার্থী! 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

শিক্ষকের মারধরে আহত হয়ে এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী সাইদুল হক (১৫) উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির (কারিগরি) শিক্ষার্থী। আজ রোববার দুপুরে বিদ্যালয়ে এই মারধরের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় অভিযুক্ত গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. সাইফ হোসাইন। আহত শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন। 

এদিকে এ ঘটনায় আহত শিক্ষার্থী ও তার সহপাঠীরা বোয়ালখালী থানায় অভিযোগ করেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

আহত শিক্ষার্থী সাইদুল হক বলেছে, ‘ক্লাস চলাকালীন অমনোযোগী থাকার অজুহাতে সাইফ হোসাইন স্যার আমাকে বেত দিয়ে বেধড়ক পিটিয়েছেন। এতে পিঠে জখম হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।’ 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাইফ হোসাইন বলেন, ‘পাঠ চলাকালীন শ্রেণিকক্ষের পেছনের বেঞ্চে বসে সাইদুল হক উচ্চ স্বরে হাসাহাসি ও গল্পগুজব করছিল। তাকে ডেকে অন্য শিক্ষার্থীদের অসুবিধার কথা জানালে সে চোখ বড় বড় করে তাকিয়ে জানায়, ‘‘আমি হাসাহাসি করলে আপনার কী সমস্যা।’’ তাই তাকে মেরেছি।’ 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ