চট্টগ্রামে একটি ফার্নিচার কারখানায় অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় কারখানার মালিককে আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার নাফিজ গলিতে অবস্থিত কারখানাটি থেকে বিপুল পরিমাণে এই চিনির মজুত জব্দ করা হয়।
কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই কারখানায় অভিযান চালানো হয়। পরে এখানে ৬০০ বস্তা চিনি পাওয়া যায়। কারখানার মালিক চিনি ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। মজুতকৃত চিনি ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ভরানো ছিল। পরে মজুতকৃত চিনি ভারতীয় চিনি মর্মে জেলা কৃষি বিপণন কর্মকর্তা নিশ্চিত করেছেন।