লক্ষ্মীপুরের কমলনগরে মেয়াদোত্তীর্ণ ফল বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে নুর মোহাম্মদ নামের এক ফল ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার উপজেলার হাজিরহাট বাজারে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা। তিনি বলেন, ‘রমজানে উপজেলার প্রতিটি বাজারে গুরুত্বপূর্ণ পণ্যের বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।’
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ শনিবার উপজেলার হাজিরহাট বাজারে বিভিন্ন ফল দোকান ও মুদি দোকানে অভিযান চালানো হয়। এই সময় রমজান মাসে গুরুত্বপূর্ণ পণ্য ন্যায্যদামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়।
অভিযানের সময় পুলিশ প্রশাসনের ও উপজেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।