Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

পঞ্চম দফায় বাড়ল বান্দরবানের তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি

পঞ্চম দফায় বাড়ল বান্দরবানের তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি এই তিন উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পঞ্চম দফায় বাড়ানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বান্দরবানের জেলা ম‍্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আজ শেষ হওয়ায় নতুন করে মেয়াদ বাড়ানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহিন অরণ্যে লুকিয়ে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব‍্যাহত রয়েছে। এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি এ তিন উপজেলায় দেশি-বিদেশি সব পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখতে আজ জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পঞ্চম দফায় এ নিষেধাজ্ঞা জারি করা হলো। এ নিষেধাজ্ঞা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে এবং ১৬ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। 

র‍্যাব, বিজিবি ও পুলিশ যৌথভাবে জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত সংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এবং বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি থেকে নবপ্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন জিমাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কেএনএফের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর জেলা ম‍্যাজিস্ট্রেট এক আদশমূলে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়। এর তিন দিন পর ২৩ অক্টোবর জেলার থানচি ও আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর গত ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ৪ নভেম্বর তৃতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চতুর্থ দফায় ৮ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা আজ পর্যন্ত বাড়ানো হয়েছিল। 

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি