Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

৭ বছরের ভোগান্তি অবসানে ৫৬ ব্যবসায়ীর সঙ্গে উপকমিটির বৈঠক আজ

নুরুল আলম, মিরসরাই (চট্টগ্রাম) 

৭ বছরের ভোগান্তি অবসানে ৫৬ ব্যবসায়ীর সঙ্গে উপকমিটির বৈঠক আজ

মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দের জন্য টাকা দিয়েও দোকান বুঝে পায়নি ৫৬ ব্যবসায়ী। ভুক্তভোগীরা ৬ বছর ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে আসছেন। এরই ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্কুল কার্যালয়ে ভুক্তভোগীদের সঙ্গে বৈঠক করবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক গঠিত ৩ সদস্যের উপকমিটি। 

উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দোকানের জন্য টাকা দেওয়ার পর ৭ বছরেও যারা বরাদ্দ পায়নি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তাদের দোকান বরাদ্দ নিশ্চিত করতে উপকমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সুপারিশ করবে। এ বিষয়ে সকল আবেদনকারীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে একটি সভার আয়োজন করা হয়েছে। 

জানা যায়, ২০১৩ সালে মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ পূর্ব সীমানায় উপজেলা সড়কে দক্ষিণ ও পূর্বমুখী তিন তলা বিশিষ্ট মার্কেট নির্মাণের কাজ শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৬ সালের জুন মাসে মার্কেটের ১০৪টি দোকানের নির্মাণ কাজ শেষ হয়। ১০৪টি দোকানের মধ্যে ৯৯টি দোকান বরাদ্দের জন্য টাকা জমা দেয় ব্যবসায়ীরা। এর মধ্যে নিচতলায় ৩৮টি দোকানের মধ্যে ২৬টি, দ্বিতীয় তলায় ৩৬টি দোকানের মধ্যে ১৬টি, তৃতীয় তলায় ৩০টি দোকানের মধ্যে ১টি দোকান বরাদ্দ দেয় স্কুল কমিটি। 

সব মিলে ৪৩ জন ব্যবসায়ী দোকান বরাদ্দ পেলেও ৫৬ জন এখনো দোকান পায়নি। এ নিয়ে গ্রাহকেরা বারবার স্কুল কমিটির সঙ্গে যোগাযোগ করলেও দোকান পায়নি। ২০১৬ সালে স্কুলটি জাতীয়করণের পর চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি হয়েছে বিদ্যালয়টির যাবতীয় কাজ দেখভালের দায়িত্ব পালন করে আসছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। মার্কেটের দোকান পেতে টাকা বুকিং দিয়েও হয়রানির শিকার হওয়া ৫৬ জন ব্যবসায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। 

আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩ সদস্যের একটি উপকমিটি গঠন করেন। যেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেনকে সদস্য করা হয়। এই উপকমিটির সুপারিশের ভিত্তিতে মার্কেটে দোকানের জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সচিব ও প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন জানান, সরকারিকরণের ফলে প্রশাসনিক জটিলতায় দোকান বরাদ্দের সময় বেশি লেগেছে। মার্কেটে এখনো যারা দোকান বরাদ্দ পাননি তাদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করেছেন। আশা করছি শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। 

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, এত দিন ব্যবসায়ীরা দোকানের জন্য টাকা জমা দিয়ে দোকান না পাওয়া দুঃখজনক। উপকমিটি সকল ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে জানালে আমি দ্রুত জেলা প্রশাসকের মাধ্যমে দোকান বরাদ্দের ব্যবস্থা করব। 

অবৈধ বালু উত্তোলনে ‘আইসিইউ’তে হালদা

চট্টগ্রামে কয়লাবিদ্যুৎকেন্দ্রের পাইপ লাইনে লিকেজ

বেগমগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা কার্টনে নবজাতকের মরদেহ

ধর্ষণের ঘটনা বিগত সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা: চসিক মেয়র

চট্টগ্রাম নগরে পানিসংকট, গ্রাহকদের ওয়াসা অফিস ঘেরাও

জ্যোতি ও সৌরভ বিক্রি ৪৫ কোটি ৮৬ লাখ টাকায়

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রাজস্থলীতে প্রসবকালে শাবকসহ বন্য হাতির মৃত্যু

কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ জন আটক