Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগতি থানায় কাজে ফিরলেন পুলিশ সদস্যরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

রামগতি থানায় কাজে ফিরলেন পুলিশ সদস্যরা

লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা আজ শুক্রবার দুপুরে কাজে ফিরেছেন। দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে পুলিশ সদস্যরা হতাহতের ঘটনার বিচার চেয়ে ১১ দফা দাবিতে কয়েক দিনের কর্মবিরতিতে ছিলেন।

আজ দুপুরে পুলিশ সদস্যরা থানায় আসার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ওসিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হবে। পুলিশ কারও শত্রু নয়, বন্ধ ও সেবক হয়ে কাজ করবে।’

রামগতি উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে পুলিশ সদস্যরা ভয়ে থানায় আসেননি। আজকে ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা থানায় এসে কাজ যোগ দিলে তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।’

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেন নির্ভয়ে ও নিরাপদে কাজ করতে পারেন, তিনি সেই আশা করেন। পুলিশ সদস্যদের নিরপেক্ষভাবে বিভিন্ন থানায় কাজ করার পরামর্শ দেন তিনি।

লক্ষ্মীপুর জেলার আরও চার থানা ও তদন্ত কেন্দ্রে পর্যায়ক্রমে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে পুলিশ সদস্যেদের।

রায়পুর ও রামগঞ্জ থানায় হামলা ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। লুটে নেওয়া হয়েছে অস্ত্র।

সেতুর নিচে বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের লাশ

সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম বক্তব্যে দেশে অস্থিরতা বাড়ছে: তারেক রহমান

রাতে ছিনতাইয়ের পর দিনে ভাগ-বাঁটোয়ারাতে পুলিশের হানা, ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

চাঁদপুরে আবাসিক ভবন থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

কুমিল্লায় খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি গ্রেপ্তার

সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি, গ্রামবাসীর হাতে আটক ৫

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা