Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করবে ছাত্র-স্বেচ্ছাসেবকেরা

 কুমিল্লা প্রতিনিধি 

ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করবে ছাত্র-স্বেচ্ছাসেবকেরা
কুমিল্লায় ট্রাফিকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ছাত্র-স্বেচ্ছাসেবকেরা। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১০৫ কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবী, ছাত্রপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং ও রোভার স্কাউটের সদস্যরা। আজ রোববার মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকার একটি হোটেলে ট্রাফিকিং বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা হাইওয়ের রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথি কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, জেলা রোভার স্কাউট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন ও বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক ফারুক আলম।

এ সময় বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন ও যানজটমুক্ত। সেই লক্ষ্যে যানজট প্রবণ ১২টি পয়েন্টে স্থানীয় প্রশাসন, ছাত্রপ্রতিনিধি, বাস মালিক সমিতির প্রতিনিধি, থ্রি হুইলার মালিক সমিতির প্রতিনিধি, স্কাউট, স্বেচ্ছাসেবী সহযোগে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।

তাদের নেতৃত্বে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ মনিটরিং টিম ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সার্বক্ষণিক মহাসড়কে যানজট নিরসনে কাজ করবেন।

কুমিল্লা জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, বিআরটিএ ও রোভার স্কাউট কর্মশালাটির আয়োজন করে। এতে স্বেচ্ছাসেবী, ছাত্রপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, আনসার, রোভার স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আড়াই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সর্বনিম্ন দরদাতাকে দেওয়া হয় না কাজ

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা আপাতত কমছে না, জানাল জাতিসংঘ

অটোচালককে ছাড়তে লাখ টাকা ঘুষ দাবি, ওসির বিরুদ্ধে মামলা

চাঁদাবাজিকে অধিকার মনে করে চাঁদাবাজেরা: আসিফ মাহমুদ

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

গভীর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ডাকাত গ্রেপ্তার

ফেনীতে ১১ শহীদ স্মরণে নির্মিত ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ উদ্বোধন

লক্ষ্মীপুরে বাড়ি দখল: বিএনপি নেতাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪২

খাগড়াছড়ির পাহাড়ে মধু সংগ্রহের নতুন সম্ভাবনা