হোম > সারা দেশ > নোয়াখালী

সবজিখেত থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সবজিখেত থেকে জান্নাতুল ফেরদৌস পাখি (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন।

মৃত জান্নাতুল ফেরদৌস পাখি উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।

মৃতের ভাই কাউছার বলেন, ‘আমার বোন স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি বাবার বাড়িতে থাকতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাখি নামে আমার অপর বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে উপজেলার দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিতাম্বপুর গ্রামের মিনা হাজিবাড়ি-সংলগ্ন সবজিখেতে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পাই।

এ বিষয়ে ওসি কাজী সুলতান আহছান উদ্দিন বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার বিশেষ কোনো তথ্য দিতে পারেনি। তবে ওই নারী তালাকপ্রাপ্ত হওয়ায় কারও সঙ্গে যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছে তাঁর পরিবার।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ