Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের মামলায় বিএনপি নেতা আসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের মামলায় বিএনপি নেতা আসলাম গ্রেপ্তার

চট্টগ্রামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কারাবন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আবদুল আজিজ ভূঁইয়ার আদালত এই আদেশ দেন। 

দুদকের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী সানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর আদালতে মামলাটি দায়ের হয়। এতে আসলাম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪১৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় আজ (রোববার) কুমিল্লা কারাগারে বন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এ বিষয়ে আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর আদালতে মামলাটি দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম আদালতে এ মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।’

চট্টগ্রাম নগরে পানিসংকট, গ্রাহকদের ওয়াসা অফিস ঘেরাও

জ্যোতি ও সৌরভ বিক্রি ৪৫ কোটি ৮৬ লাখ টাকায়

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রাজস্থলীতে প্রসবকালে শাবকসহ বন্য হাতির মৃত্যু

কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ জন আটক

লক্ষ্মীপুরের সাবেক এমপি নাজিম উদ্দিন আর নেই

দালালেরা সর্বেসর্বা, চুরি নিত্যদিন

কচুয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসবের পর মৃত্যু, যুবক গ্রেপ্তার

চাঁদপুরে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ, থানায় অভিযোগ