হোম > সারা দেশ > চট্টগ্রাম

কেএনএফের কারাবন্দীদের সরানো হলো চট্টগ্রাম কারাগারে, ‘নিরাপত্তার স্বার্থে’ সংখ্যা গোপন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেপ্তার বেশ কয়েকজন কারাবন্দীকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ শনিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান কারাগার থেকে তাঁদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

বান্দরবান জেল সুপার জান্নাত উল ফরহাদ আজকের পত্রিকাকে এ তথ্য জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, বান্দরবান কারাগারে জায়গাসংকটের কারণে কারাবন্দী কেএনএফ সদস্যদের চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। এবার কতজনকে সেখানে পাঠানো হয়েছে নিরাপত্তার স্বার্থে সেই সংখ্যা জানাতে রাজি হননি তিনি।

তবে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, ১৪টি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় বান্দরবান কারাগারে বন্দী কেএনএফ সদস্যদের মধ্যে আজ ৩০ জনকে দুটি কারা ভ্যানে করে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন কেএনএফের ৩১ কারাবন্দীকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছিল। এ ছাড়া গত ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংক রুমা শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট ও ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি, রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা হয়।

এসব মামলায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ১১০ সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন