হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোয়ালখালীতে বাগ্‌বিতণ্ডার জেরে মারধরে স্কুলছাত্র নিহত, কিশোর গ্রেপ্তার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে খেলার সময় বাগ্‌বিতণ্ডার জেরে কয়েকজনের মারধরে মো. আরিফ (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্কুলছাত্র নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আজ সোমবার সকালে মামলা করা হয়েছে।’ 

নিহত আরিফ সারোয়াতলী ইউনিয়নের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মো. জাকির হোসেনের ছেলে। সে শাকপুরা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। 

নিহতের বাবা মো. জাকির হোসেন বলেন, ‘গতকাল বিকেলে স্কুল ছুটির পর আরিফ ঘরে আসে। এরপর চা-নাশতা খেয়ে বাড়ির পাশে খেলতে যায়। খেলার সময় প্রতিবেশী এক কিশোরের সঙ্গে ঝগড়া হয়। ওই কিশোরসহ কয়েকজন মিলে আরিফকে মেরে রাস্তার ধারে ফেলে রাখে।’ 

আহত আরিফকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। রাত ৯টার দিকে চমেক হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, ‘খেলার সময় আরিফের সঙ্গে এক কিশোরের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে ওই কিশোর, তার ভাই ও মা মিলে আরিফকে মেরেছে বলে জানতে পেরেছি। এতে আরিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করেছে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ