ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পরিত্যক্ত টিনের ঘরে গর্তে এক নারী মরদেহ পোড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুবলীগ নেতার ছেলে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হরলুজা (৫০)। তিনি একই ইউনিয়নের হিরাপুর কলোনি এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
আটক যুবকের ফারহান ভূঁইয়া রনি। তিনি দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে এলাকাবাসী শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে। পাশে বসে থাকা রনি ঘরে পাতা পুড়তে দেওয়ার কথা বললেও, সন্দেহ হলে হাঁসের মালিক ও স্থানীয়রা ঘরের ভেতর প্রবেশের চেষ্টা করেন। রনি তাদের বাধা দিয়ে হুমকি দেন। পরে এলাকাবাসী গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি প্রেমে বাধা দেওয়ায় ওই নারীকে তার দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়। এ সময় মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টার করছিলেন ওই যুবক।’