হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারে পাচারকালে জব্দ পণ্য। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল চোরাই পণ্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই পণ্য বহনে ব্যবহৃত দুটি অটোরিকশা জব্দ করা হয়। আজ শুক্রবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় অটোরিকশা দুটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহন করা ৯৫ কার্টন বিভিন্ন প্রকারের কোমলপানীয়, ৩৮ কার্টন বিভিন্ন প্রকারের জুস, ১০ কার্টন তরল দুধ ও ৩০ কেজি ওজনের দুই বস্তা মুড়ি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার গিয়াস উদ্দিন (৪০) ও একই এলাকার মোহাম্মদ হোছন (৩৪)। তাঁরা জব্দ করা গাড়ি দুটির চালক এবং চোরাচালান চক্রের সদস্য।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ভোরে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) পূর্ব পাশে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় নাফ নদীর বেড়িবাঁধসংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে চোরাই পণ্যের বড় একটি চালান পাচারের খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় সীমান্তের দিকে দুটি অটোরিকশা আসতে দেখে পুলিশ সদস্যরা থামার সংকেত দেন। পরে গাড়ি থামিয়ে দুজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া করে তাঁদের আটক করা হয়। অটোরিকশা দুটির পেছনে থাকা মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি দ্রুত সটকে পড়েন।

গিয়াস উদ্দিন আরও বলেন, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। জব্দ করা চোরাই পণ্যগুলো তাঁরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন হাটবাজার থেকে নিয়ে বেশি দামে মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ