হোম > সারা দেশ > চট্টগ্রাম

হোমনায় সৎমাকে পিটিয়ে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

গ্রেপ্তার মোফাজ্জল হোসেন বেনু। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার হোমনায় সৎমাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন বেনু (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মোফাজ্জলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

নিহতের নাম সেনোয়ারা বেগম (৬৫)। তিনি উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মো. আবুল কাশেম ম্যানেজারের স্ত্রী। এ ঘটনায় নিহতের আরেক সৎছেলের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫) বাদী হয়ে আজ শুক্রবার হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, সেনোয়ারার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে। সৎছেলে মোফাজ্জল হোসেন বেনুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৎমা সেনোয়ারা বেগমকে প্রায় সময় কটু কথা ও মারধর করতেন মোফাজ্জল। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ভাত খাওয়াকে কেন্দ্র করে মোফাজ্জল একটি কাঠ দিয়ে আঘাত করে সেনোয়ারার দুই হাঁটুর নিচে, বাঁ হাতের বাহু, ডান হাতের কবজি ও চারটি আঙুল ভেঙে ফেলেন।

স্বজনেরা উদ্ধার করে জেলার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সেনোয়ারাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার সময় পথে তাঁর অবস্থা খারাপ হওয়ায় রাত দেড়টায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সেনোয়ারাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন