হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে প্রাইভেট কারের ওপর, দুই শিশুসহ গুরুতর আহত ৫ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন লরির নিচে প্রাইভেট কার চাপা পড়ে দুই শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার প্রায় পৌনে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ আটকে পড়া পাঁচ যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী লরি মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজগেট এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় লরিটি উল্টে গেলে তার পাশে থাকা একইমুখী যাত্রীবাহী প্রাইভেট কারটি লরির নিচে চাপা পড়ে। পরে লরির নিচে চাপা পড়া যাত্রীদের আর্তচিৎকারে চারদিকের পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় তারা আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তা চায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের প্রায় পৌনে এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আটকে পড়া যাত্রীরা আহত হলেও কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।’ 

তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত লরি ও দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কারটি সরিয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ