Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্তরিক হলে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব: খন্দকার মোশাররফ

 কুমিল্লা প্রতিনিধি 

আন্তরিক হলে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব: খন্দকার মোশাররফ
কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালির শুরুতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। আর তা করা গেলে এই সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে। কারণ, আমরা দেখছি অনেক ষড়যন্ত্র হচ্ছে।’

আজ সোমবার বিকেলে কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালির শুরুতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করে দেবে। এ দেশের মানুষই চায় এই সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও শক্তিশালী করবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন।

মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর পরিচালনায় সমাবেশে জেলা ও মহানগর বিএনপি, অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালিটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন।

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২২ ঘণ্টা পর লাশ হস্তান্তর

ছেলের সাফল্যে বাবার নেতৃত্বে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ভিডিপি সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় আহত যুবকের মৃত্যু

৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, প্রবাসী গ্রেপ্তার