হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে সার–অকটেনসহ চোরাইপণ্য জব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও অকটেন জব্দ করেছে। গতকাল শনিবার রাতে অভিযানে এগুলো জব্দ করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে বিভিন্ন প্রকার চোরাইপণ্য ও খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের অধীন লেম্বুছড়ি, জারুলিয়াছড়ি, ফুলতলী এবং ভালুখাইয়া বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় মালিকবিহীন ২২ বস্তা ইউরিয়া সার, ৫০ কেজি টেস্টিং সল্ট, ১৭০ লিটার অকটেন, ৪৮০ প্যাকেট বিস্কুট, ১ হাজার পিস শ্যাম্পু, ২০ প্যাকেট সাবান ও ৬০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। এ ছাড়া পাঁচটি বার্মিজ গরু জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য-পাঁচ লাখ ৭৩ হাজার এক শ টাকা। 

এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে কর্নেল মো. সাহল আহমেদ নোবেল আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চোরাকারবারিরা অপতৎপরতা চালালেও তেমন সুবিধা করতে পারছে না। কেননা বিজিবি জোয়ানদের কঠোর অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য সীমান্তের গুরুত্ব গ্রামে বা এলাকায় সমাবেশ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত জুড়ে অভিযান জোরদার করা হয়েছে যেন কোন প্রকার অবৈধ কর্মকাণ্ড হতে না পারে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন