হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লার চান্দিনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ পথচারীসহ ৩ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাঁড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমূল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের স্বজনেরা লাশ নিয়ে গেছে।

নিহত ব্যক্তিরা হলেন চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদেপল্লির আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০) ও মোটরসাইকেল আরোহী দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে আবুল কালাম (৪০)।

আহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসযাত্রী মিল্লাত (২৩), নওগাঁর আরিফুল ইসলাম (২৮), ঢাকার সাবিনা (৩৫), তাঁর মেয়ে তানহা (১০), মোটরসাইকেল আরোহী আবুল কামাল এবং বাসের আরও পাঁচ যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল পৌনে ১০টার দিকে হাঁড়িখোলা মাজার এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ বাসযাত্রীরা। হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন