Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চবি কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিভাগ কর্তৃপক্ষ।

গত ৬ ডিসেম্বর অর্থনীতি বিভাগের অফিসরুমে এ ঘটনা ঘটে বলে বিভাগের সভাপতিকে লিখিতভাবে জানান দুই ছাত্রী। গত ১০ ডিসেম্বর বিভাগ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করতে কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে। অভিযুক্ত কর্মকর্তার নাম মু. ছলিমুল্লাহ আনচারী। তিনি অর্থনীতি বিভাগে সেকশন অফিসার হিসেবে কর্মরত।

লিখিত অভিযোগে ছাত্রীরা বলেন, বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্রী গত ৬ ডিসেম্বর সোয়া ১টার দিকে ক্লাস শেষ হওয়ার পর বিভাগের ফিল্টারে পানি না থাকায় পানির খোঁজে অফিসরুমে যান। এ সময় বিভাগের কর্মচারী ছলিমুল্লা তাঁকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এই কাজ তিনি আগেও বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রীর সঙ্গে ঘটানোর চেষ্টা করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মু. ছলিমুল্লাহ আনচারী আজকের পত্রিকাকে বলেন, ‘এই অভিযোগের কোনো সত্যতা নেই। আমাকে ফাঁসানোর জন্যই এই ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।’

এ বিষয়ে বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রীদের একটা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তাঁকে সাময়িক বরখাস্ত করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী