Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুবর্ণচরে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচরে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারের আনন্দ মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয়টি দোকান। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুরুন নবী বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শনিবার সকাল সোয়া ৭টার দিকে হারিছ চৌধুরী বাজারের আনন্দ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। বাজারের ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগই ছয়টি দোকান পুড়ে যায়। 

গোপাল ফার্মেসির মালিক লিমন দাস জানান, রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরুর ফোন পেয়ে বাড়ি থেকে এসে দেখেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুরুন নবী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি দোকান আংশিক পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। 

নুরুন নবী জানান, কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী আগে গুলি ছোঁড়ে

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী