ফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–মো. মেহেদী (২২) ও মো. রাতুল (২০)।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একটি কার্টুনে ৩০ হাজার নিউ সারিডন ট্যাবলেট ও ৫০টি ফোর ডার্ম ক্রিমসহ একটি কালো রঙের এলিয়ন প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩৭-০৫৮০) জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।’