হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটির রাজবন বিহারের ‘ঝুঁকিপূর্ণ সেতু’ পারাপারে নির্দেশনা মানছে না মানুষ

হিমেল চাকমা, রাঙামাটি

রাঙামাটির রাজবন বিহারের সেতুর ওপর দিয়ে একবারে ২০ জনের বেশি মানুষ চলাচলে নিশেধাজ্ঞা রয়েছে। কিন্তু এটি অমান্য করে অনেক সময়ই বেশি মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে সেতুটি। বিশেষ করে বন বিহারে প্রতি শুক্রবারের ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন বড় অনুষ্ঠানে চাপ বাড়ে সেতুটিতে।

রাজবন বিহার কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলছেন, গত বছর প্রথম সেতুটি দিয়ে চলাচলকারীরা অস্বাভাবিকভাবে দুলুনি টের পান।  বিষয়টি নির্মাণকারী কর্তৃপক্ষকে জানানোর পর সেতুর ওপর ২০ জনের বেশি মানুষ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান এলজিইডি। কিন্তু বিকল্প পথ ঘুরে আসার বিড়ম্বনা থেকে বাঁচতে নিষেধাজ্ঞা অমান্য করে অনেক সময়ই একসঙ্গে অনেক পুণ্যার্থী ও দর্শনার্থী সেতু পারাপার করছে। 

পুণ্যার্থী সুনির্মল চাকমা (৪৫) বলেন, সেতুর মাঝখানে আসলে দুলছে তা অনুভব হয়। মানুষ বেশি হলে তা বাড়ে। তখন ভয় হয়।

সর্মিস্তা তঞ্চঙ্গ্যা (৪০) বলেন, সামনে কঠিন চীবরদান। এখানে হাজার হাজার মানুষ হবে। তখন দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।

সিএনজিচালিত অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৩০) বলেন, পুণ্যার্থী ছাড়াও পর্যটক রাজবন বিহারে যান। সেতুর এক পাশ বন্ধ করে দেওয়ায় গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। যেখানে গাড়িপথে এক মিনিটের দূরত্ব, সেখানে ১৫ মিনিট সময় লাগছে। এটি পুনর্নির্মাণ করা দরকার।

এদিকে দুর্ঘটনা এড়াতে সেতুতে ছোট-বড় সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে রাজবন বিহার কর্তৃপক্ষ।

বিহার পরিচালনা কমিটির সদস্য স্নেহাশীষ চাকমা বলেন, সেতুর  বিষয়টি এলজিইডি ও জেলা পরিষদকে জানানো হয়েছে। এলজিইডি থেকে পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয়েছে সেতুর ওপর ২০ জনের অধিক পারাপার না হওয়ার জন্য। সে অনুযায়ী সেতুর পাশে সাইনবোর্ড টানানো হয়েছে। কিন্তু মানুষ সেটি মানছে না।

এলজিইডির রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আহামদ শফি বলেন, ‘আমরা তদন্ত করে দেখেছি সেতুর কোথাও ফাটল নেই। সেতুটি আজকাল ভেঙে পড়বে সেটা না। তবে অতিরিক্ত চাপ যেন না পড়ে, সে জন্য লোকজনের চলাচলের চাপ কমাতে হবে। সে হিসাবে আমরা সতর্কতা দিয়েছি। চীবরদানে বেশি মানুষ হবে। তাই সতর্ক থাকতে হবে। নতুন সেতু করতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি। অনুমোদন হলে কাজ করব।

উল্লেখ্য, রাঙামাটির রাজবন বিহারে যাওয়ার জন্য ২০০২ সালে এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বড়ুয়াপাড়ায় ৮২ মিটার দৈর্ঘ্যর একটি গার্ডার সেতু নির্মাণ করে এলজিইডি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ