হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনার পর আইসিইউতে কুবি শিক্ষার্থী

কুবি প্রতিনিধি

মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুজন শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে রয়েছেন কুবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী হাবিব হৃদয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল। এর মধ্যে হাবিব আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি আছেন। 

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘আমি ট্রমা হাসপাতালের ডিউটি ডাক্তারদের সঙ্গে কথা বলে জেনেছি, তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন। এ ধরনের রোগীর ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ক্রিটিক্যাল সময়। তাঁর মাথার খুলির সামনের দুইটা পার্ট ভেঙে গেছে। বর্তমান তাঁর জ্ঞান যায় আবার আসে—এমন অবস্থায় আছে। আমাদের বিসিএফ বা কমা স্কেলের রেটিং ১৫ পর্যন্ত নরমাল। কিন্তু তার ১০ অথবা ১২ হচ্ছে।’ 

এ দুর্ঘটনায় মুখে ও পায়ে আঘাত পেয়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ১০-১২ জন কয়েকটা মোটরসাইকেলে করে একসঙ্গে যাচ্ছিলাম। এর মধ্যে বিজয়পুর রেলক্রসিংয়ের দিকে মোড় ঘুরতে গিয়ে আমাদের বাইকটা রেলক্রসিংয়ের সঙ্গে যে ছোট ছোট পিলারগুলো থাকে, তার সঙ্গে ধাক্কা লাগে। হাবিব বাইক চালাচ্ছিল, সাইফুল ভাই ও আমি পেছনে ছিলাম।’ 

এ বিষয়ে প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টা বিশ্ববিদ্যালয়ের বাইরে হলেও আমি খোঁজ-খবর নিয়ে দেখছি। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তা করা হবে।’ 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার