Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া সন্ত্রাসী মিজান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া সন্ত্রাসী মিজান গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া এবং অস্ত্র, ডাকাতিসহ সাত মামলার আসামি সন্ত্রাসী মো. মিজানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার নগরের বায়েজিদ বোস্তামী থানার হরিপুর ব্রাহ্মণপাড়ার আবুল কালামের কলোনি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজান নগরের বায়েজিদে ওয়াজেদিয়া এলাকার আলী চেয়ারম্যানের বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব-৭-এর মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাড়া ঘর থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে টয়লেটের ওপর বাঁশের একটি মাচা থেকে ১ হাজার ২০০ ইয়াবা ও একটি টিপ ছুরি জব্দ করা হয়।

শরীফ-উল-আলম আরও বলেন, মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগ রয়েছে মিজানের বিরুদ্ধে। তাঁর অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্দোলন চলাকালীন হওয়া নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় করা মামলায় বলা হয়, তিনি সরাসরি নাশকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মিজান-২র‍্যাব জানায়, মিজানকে গ্রেপ্তারের পর তাঁকে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর সংশ্লিষ্টতা: কুবির ২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে