চট্টগ্রামের কর্ণফুলীতে জিয়া মঞ্চের নেতা নজিবুল হক শাওনসহ (৩০) দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার রাতে উপজেলার চরপাথরঘাটার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নজিবুল হক শাওন ওই এলাকার মো. নুরুল আবছারের ছেলে। তিনি জিয়া মঞ্চ কর্ণফুলী উপজেলা কমিটির সদস্যসচিব। অপরজন তাঁর ভাই নেছারুল হক সচিব (৩০)।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আজ সোমবার এ ঘটনায় কর্ণফুলী থানায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ একাধিক ধারায় পৃথক চারটি মামলা করেছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পৃথক মামলার এজাহারে জানা যায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে যৌথ বাহিনী ওই বসতঘরে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে চারটি রামদা, আটটি চাকু, চারটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করে। এ ছাড়া তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও ৯ গ্রাম গাঁজা পাওয়া যায়।