হোম > সারা দেশ > চট্টগ্রাম

আদিবাসীর ওপর হামলা–লুটপাট জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা, হত্যা, ঘর-বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান লুট, প্যাগোডায় অগ্নিসংযোগসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে পাঁচটি সংগঠন। 

আজ শনিবার নগরীর চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানানো হয়। এর আগে একটি মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। 

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে মামলা দায়েরের সংস্কৃতিতে অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ মানবাধিকার নেতৃবৃন্দের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে এ দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কণ্ঠরোধ করা যাবে না। সব মানবাধিকার নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। 

বক্তারা আরও বলেন, ডিসেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে এ দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আদিবাসীরা সব অপশক্তির বিরুদ্ধে বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তুলবে। এ সময় সংঘটিত সব সাম্প্রদায়িক সহিংসতা দ্রুত বন্ধ ও অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। 

প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঐক্য পরিষদের উত্তর জেলা সভাপতি ইন্দু নন্দন দত্ত, দক্ষিণের সভাপতি তাপস হোড়, সহসভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, গোবিন্দ প্রসাদ মহাজন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সহসভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, মহানগর যুব ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট রুবেল পাল প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ