হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে তরুণকে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম রিয়াজ (২০) নামের এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। মনির হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন রিয়াজ (২১) নামের আরেক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় জাহিদুলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত পৌনে ৯টার দিকে কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কামলার টেক এলাকার হাশেম মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত জাহিদুল ইসলাম রিয়াজ কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়ারিশ হাজীবাড়ির হারুনুর রশিদ কালা মিয়ার ছেলে। আটক রিয়াজ বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা, তিনি এলাকায় দিনমজুরের কাজ করেন। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কথা-কাটাকাটির জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত জাহিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় রিয়াজ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরর পর রিয়াজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজের বাড়ি দুর্গাপুরে হলেও তিনি নানাবাড়ি কুতুবপুরে থাকতেন। কয়েক দিন আগে ফুটবল খেলা নিয়ে জাহিদুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। গতকাল রাতে জাহিদুল তাঁর কয়েকজন বন্ধুসহ কামলারটেক এলাকার হাশেমের চা দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় রিয়াজ তাঁর কয়েকজন বন্ধুসহ জাহিদুলের ওপর হামলা চালান। একপর্যায়ে জাহিদুলের বুকে ছুরিকাঘাত করেন রিয়াজ। 

জাহিদুলকে বাঁচাতে তাঁর বন্ধু মনির এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করেন হামলাকারীরা বলে জানান স্থানীয়রা। তাঁরা আরও জানান, ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করে রিয়াজকে আটক করেন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন