হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরিত্যক্ত কার্টনে থাকা ভ্রূণ টানছিল কুকুর

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং সদর এলাকায় পরিত্যক্ত একটি কার্টন থেকে ভ্রূণ উদ্ধার করা হয়েছে। দুটি কুকুর কার্টন টানাটানির করার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।

আজ মঙ্গলবার দুপুরে সদর এলাকায় সানমুন ডায়াগনস্টিক সেন্টারের সামনে আলহেরা মডার্ন স্কুলসংলগ্ন পেছনের গলি থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গলিতে পরিত্যক্ত একটি ওষুধের কার্টনে থাকা ভ্রূণ নিয়ে টানাটানি করছিল দুটি কুকুর। এ সময় বাজারের ব্যবসায়ীরা কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে ছেঁড়া কার্টনের মধ্য থেকে একটি ভ্রূণ দেখতে পান তাঁরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

ব্যবসায়ী মো. আলী আশরাফ ফাজু জানান, ডায়াগনস্টিক সেন্টারের গলিতে পরিত্যক্ত একটি ওষুধের কার্টন নিয়ে দুটি কুকুর টানাহেঁচড়া করছে। তখন বাজারের ব্যবসায়ীরা কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে ছেঁড়া কার্টনের মধ্যে একটি মৃত ভ্রূণ দেখতে পান। খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে এসে কার্টনে থাকা মৃত ভ্রূণটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন বলেন, ধারণা করা হচ্ছে আশপাশের কোনো হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ গর্ভপাত করে ভ্রুণটিকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মৃত ভ্রূণটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন