Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদেশে টাকা পাচারকারীদের তালিকা বিএনপির হাতে রয়েছে: আমীর খসরু

রাঙামাটি প্রতিনিধি

বিদেশে টাকা পাচারকারীদের তালিকা বিএনপির হাতে রয়েছে: আমীর খসরু

দেশের টাকা চুরি করে যারা বিদেশে পাঠিয়েছে, তাদের তালিকা বিএনপির হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ কথা বলেন তিনি।

জেলা বিএনপি আয়োজিত রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম শাহ আলমের স্মরণে শোকসভায় প্রধান অতিথি ছিলেন আমীর খসরু।

এ সময় আমির খসরু তাঁর বক্তব্যে বলেন, ‘জনগণের টাকা চুরি করার জন্য বর্তমান সরকার তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। জনগণের এই টাকাগুলো আবার বিদেশে পাচার করবে। বিভিন্ন প্রকল্প থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে।’

বিএনপির নির্বাহী কমিটির সদস্য খসরু বলেন, ‘বড় বড় প্রকল্পের কথা বলে সরকারের লোকজন ১০ হাজার কোটি টাকার প্রকল্পের ৩০ হাজার কোটি টাকা বানিয়ে ২০ হাজার কোটি টাকা পকেটে ঢুকিয়েছে। প্রতিটি প্রকল্পে এ কাজ করেছে, যার কারণে দেশে ডলারের সংকট সৃষ্টি হয়েছে। ডলারের দাম বেড়েছে।’

বিদেশে টাকা পাচারকারীদের বিষয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টাকা চুরি করে যারা বিদেশে পাচার করেছে, তাদের তালিকা বিএনপির হাতে রয়েছে। এই তালিকা আমরা আওয়ামী লীগকে দিতে চাই। কিন্তু আওয়ামী লীগ নিতে চায় না।’

খসরু আরও বলেন, ‘বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করেছে। রাতের আঁধারে ভোট চুরি করার জন্য নির্বাচন কমিশন গঠন করেছে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। সংবিধান সংশোধন করতে হবে। তারপর একটি নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হবে। অবৈধভাবে ক্ষমতার জন্য যত কালো আইন করা হয়েছে, এগুলো বাতিল করতে হবে। বাংলাদেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে চায়।’

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে শোক স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। 

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী