চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরি এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহতের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান খোরশেদ আলম টিটু।
নিহত কৃষক হলেন মো. জাগির হোসেন সওদাগর (৬০)। আহত হয়েছে সালাহউদ্দিন নামের এক ব্যক্তি।
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা বলছে, প্রতিবছর বাঁশখালী পাহাড়ি অঞ্চল থেকে আসা বন্য হাতির আক্রমণের শিকার হন উপজেলার বরমা বাইনজুরি এলাকার জনসাধারণ। আজ সকালে জাগির সওদাগর কৃষিজমিতে কাজ করছিলেন। হঠাৎ পেছন থেকে দুটি হাতি এসে তাঁকে আক্রমণ করে। আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাগিরের।
এ সময় সালাহউদ্দিন নামে এক ব্যক্তি আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ হাতিগুলো চানখালী খাল ও সাঙ্গু নদ পার হয়ে বাঁশখালী পাহাড়ি এলাকা থেকে চন্দনাইশে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারকে ২০ হাজার ও আহত ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পরবর্তীকালে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৫২ ধারার অনুযায়ী নিহত ব্যক্তির পরিবারকে তিন লাখ ও আহত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা অনুদান দেওয়া হবে।’