Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে হোটেল কক্ষে পোলিশ নাগরিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে হোটেল কক্ষে পোলিশ নাগরিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা 

চট্টগ্রামে একটি তারকা হোটেলের কক্ষে পোলিশ নাগরিক জিস্লাভ মিহাল চেরিবার (৫৮) রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ধোঁয়াশা এখনো কাটেনি। হোটেলটির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। তবে গতকাল সোমবার লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বলেছিলেন, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হয়। 

এর আগে, গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে অবস্থিত ‘দ্য পেনিনসুলা চিটাগাং’ নামে তারকা হোটেলটির ৯১৫ নম্বর কক্ষ থেকে পোলিশ ওই নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিগ স্টার নামের ঢাকার একটি বায়িং হাউসে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে ছিলেন। গত ২৪ তারিখ তিনি চট্টগ্রামে সিইপিজেডে কেনপার্ক বাংলাদেশ অ্যাপারেলস লিমিটেড নামের একটি গার্মেন্টস পরিদর্শনের জন্য চট্টগ্রামে এসে ওই হোটেলে অবস্থান করেন। 

পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, ফুটেজে পোলিশ নাগরিককে সর্বশেষ ২ মার্চ দুপুর ২টার দিকে হোটেল কক্ষ থেকে বের হয়ে নিচে আসতে দেখা গেছে। কিছু সময় পর তিনি আবার হোটেলের নিজ কক্ষে ফিরে আসেন। ওই দিনই বিকেলে রুম সার্ভিস বয়কে তাঁর রুমের দরজার সামনে আসতে দেখা যায়। সার্ভিস বয়কে খাবারের ট্রে ফেরত দিয়েছিলেন পোলিশ নাগরিক। এরপর থেকে সিসিটিভি ফুটেজে ওই পোলিশ নাগরিককে রুম থেকে আর বের হতে দেখা যায়নি। 

এই ঘটনায় বিগ স্টার লিমিটেডের কান্ট্রি ম্যানেজার পার্থ প্রতিম ঘোষ বাদী হয়ে আজ মঙ্গলবার চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

মামলার এজাহারে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে গার্মেন্টস পরিদর্শনের জন্য বিমানে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন ওই পোলিশ নাগরিক। সেখানে তাঁকে রিসিভ করেন সিইপিজেডে কেনপার্ক বাংলাদেশ অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজিং ম্যানেজার আশরাফুল হক ডালিম। তিনিই ওই পোলিশ নাগরিককে থাকার জন্য হোটেল পেনিনসুলার নবম তলার ৯১৫ নম্বর কক্ষ বুকিং দেন। এরপর তখন থেকে ওই পোলিশ নাগরিক হোটেলটিতে অবস্থান করছিলেন। 

গতকাল সোমবার সকাল ৯টার দিকে আশরাফুল হক ডালিম ব্যবসায়িক কাজে পোলিশ নাগরিক জিস্লাভ মিহাল চেরিবাকে মোবাইলে কল করলে তিনি ফোন রিসিভ করেননি। পরে ডালিম বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানায়। হোটেল কর্তৃপক্ষ পোলিশ নাগরিকের রুমের সামনে গিয়ে ‘ডু নট ডিস্টার্ব’ লেখা কার্ড ঝুলতে দেখেন। পরে ১০টা ৪৫ মিনিটে তাঁর দরজায় নক করে কোনো সাড়া না পাওয়ায় ১১টার দিকে চকবাজার থানা-পুলিশকে খবর দেয়। সাড়ে ১১টায় থানা–পুলিশ ঘটনাস্থলে এসে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় উক্ত কক্ষের দরজা খোলেন, এ সময় পোলিশ নাগরিকের মাথার পেছনে দুইটি রক্তাক্ত আঘাতসহ দরজার পাশে মৃত অবস্থায় দেখতে পায়। 

বাদী অভিযোগে উল্লেখ করেন, এ ঘটনার সংবাদ পেয়ে বাদী দ্রুত ঢাকা থেকে চট্টগ্রামে ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করেন। এ সময় বাদী দেখতে পান, পোলিশ নাগরিকের বিছানা, বালিশ রক্তে ভেজা এবং টয়লেট ও ফ্লোর রক্ত মাখা। 

অভিযোগে বলা হয়, হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় গত ২ মার্চ বিকেল ৫টা ১২ মিনিটে পোলিশ নাগরিক রুমের ভেতর থেকে দরজা খুলে রুম সার্ভিস বয়কে খাবারের খালি ট্রে ফেরত দেয়। মামলায় বলা হয়, ওই দিন ৫টা ১২ মিনিটে থেকে গতকাল সোমবার সকাল পৌনে ১১টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা পোলিশ নাগরিকের কক্ষে প্রবেশ করে তাঁকে হত্যা করে পালিয়ে যায়। 

তবে পুলিশ দাবি করছে, তাঁরা হোটেলটির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এখনো সন্দেহজনক কিছু পাননি। 

জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হোটেল বয়কে জিজ্ঞাসাবাদ করেছিলাম। তিনি তাঁর দৈনন্দিন স্বাভাবিক কর্ম হিসেবে খাবারের ট্রে নিয়ে চলে যান। তাঁর কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’ 

ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘আমরা সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। এর পাশাপাশি আমাদের সোর্সগুলোও কাজ করছে। ক্লু উদ্ঘাটনে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’ 

এর আগে, মরদেহ উদ্ধারের দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে শেষে হোটেলটিতে উপস্থিত সাংবাদিকদের বলেন, তাঁর মাথার পেছনে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুরো কক্ষটি রক্তাক্ত অবস্থায় ও এলোমেলো ছিল। সবকিছু দেখে তাঁরা ঘটনাটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই সাপেক্ষে বিষয়টি বলা যাবে। 

পুলিশ জানায়, ২০১৮ সাল থেকে জিস্লাভ মিহাল চেরিবা চট্টগ্রামে বহুবার এসেছেন। এর আগে সর্বশেষ গত ডিসেম্বরেও তিনি এখানে এসেছিলেন। এ সময় একই হোটেলটিতে ছিলেন। পরে ক্রিসমাসে ছুটিতে তিনি নিজ দেশ পোল্যান্ডে ফিরে যান। এ বিষয়ে হোটেল পেনিনসুলা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হচ্ছেন না।

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে