Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ত্রিপুরায় মেলা দেখতে যাওয়ায় ১০ বাংলাদেশিকে কারাদণ্ড দিল ভারত

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

ত্রিপুরায় মেলা দেখতে যাওয়ায় ১০ বাংলাদেশিকে কারাদণ্ড দিল ভারত

ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত কুম্ভমেলায় বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি ১০ যুবক। পরে ওই যুবকদের ভারতীয় আদালতের মাধ্যমে ২৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

তাঁরা হলেন—রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের আল আমিন, মো. সুমন, আব্দুস সালাম, মো. বেলাল, মো. শামসুদ্দিন, আব্দুল জলিল, মো. রবিউল, মো. সোহেল, মো. হাসান ও মো. ইসমাইল। তাঁদের সবার বাড়ি একই ইউনিয়নে। পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে প্রতি বছর খাগড়াছড়ির পানছড়ির পাহাড়-জঙ্গল পাড়ি দিয়ে অনেক বাংলাদেশিরা মেলায় বেড়াতে যান। 

আটারকছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অজয় চাকমা মিত্র যুবকদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের দায়ে আমার ইউনিয়নের ১০ যুবককে আটক করে ২৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভারতীয় আদালত। এর আগে শুক্রবার তাদের আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।’ 

ওই যুবকদের সঙ্গে ভারতে যাওয়া আল আমিনের ভাই মো. মনির হোসেন বলেন, ‘ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার তীর্থমুখ এলাকায় গোমতী নদীর উৎসস্থল ডুম্বুর লেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে দুই দিনব্যাপী মেলায় প্রতি বছর বাংলাদেশ থেকে অনেকে যায়। এবার মেলা দেখতে গত শুক্রবার আমরা ৩২ জন গিয়েছিলাম। সেখানে এক রাত থাকার পর দুই গ্রুপে আলাদা হয়ে দেশে ফিরছিলাম। ওরা ১০ জন একসঙ্গে ছিল। আমরা ফিরতে পারলেও তাঁরা বিএসএফের হাতে ধরা পড়ে যায়। গত শনিবার রাতে জানতে পারি, বিএসএফ তাঁদের ভারতীয় পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে ২৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে তাঁদের। বর্তমানে তাঁরা গন্ডাঝড়া কারাগারে আছে বলে আমার ভাই জানিয়েছে।’ 

স্থানীয়রা জানান, প্রতি বছর ভারতীয় রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন পৌষ সংক্রান্তি উৎসবে যোগ দেন। তবে এবারের এই আটক ও সাজা দেওয়ার মতো এমন ঘটনা আগে ঘটেনি। 

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশীদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে এ রকম কোনো তথ্য নেই। কেউ কিছুই জানায়নি।’

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি