সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মায়ের স্বপ্ন পূরণ করতে দুই লাখ টাকা খরচ করে হেলিকপ্টারে চড়ে কনের বাড়ি গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৌদিপ্রবাসী কাউছার আহমেদ। আজ বুধবার দুপুরে হেলিকপ্টারটি বরকে নিয়ে উপজেলার বরইচারা গ্রাম থেকে মাত্র দুই মিনিটে একই উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার কলেজ মাঠে গিয়ে পৌঁছায়।
হেলিকপ্টার থেকে নেমে মোটরসাইকেলে করে কনের বাড়ি যান বর। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরে আসেন। এ সময় বরের সঙ্গে ছিলেন বড় ভাই হেলাল উদ্দিন ও ভাইয়ের স্ত্রী রিপা আক্তার।
বর কাউছার আহমেদ সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের বাচ্ছু মিয়ার দ্বিতীয় ছেলে। আর কনে সুমাইয়া আক্তার (১৯)। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামের গ্রিস প্রবাসী সফি উল্লাহর মেয়ে।
বরের বাবা বাচ্ছু মিয়া জানান, তার স্ত্রী পারভিন বেগমের শখ ছিল ছোট ছেলে কাউছার আহমেদকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন। পারভিন বেগম করোনার সময়ে মারা গেছে। তাঁর ইচ্ছা পূরণ করতেই এই আয়োজন করেন। তিনি মনে করেন, এই আয়োজনের মধ্য দিয়ে তার প্রয়াত স্ত্রীর শখ পূরণ হয়েছে। এই বিয়েতে বরযাত্রী গিয়েছেন ২৫০ জন। এদের নৌকায় ও মোটরসাইকেলে কনের বাড়িতে পাঠানো হয় বরে জানান তিনি।