হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেলিকপ্টারে চড়ে ২ মিনিটে কনের বাড়িতে প্রবাসী কাউছার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মায়ের স্বপ্ন পূরণ করতে দুই লাখ টাকা খরচ করে হেলিকপ্টারে চড়ে কনের বাড়ি গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৌদিপ্রবাসী কাউছার আহমেদ। আজ বুধবার দুপুরে হেলিকপ্টারটি বরকে নিয়ে উপজেলার বরইচারা গ্রাম থেকে মাত্র দুই মিনিটে একই উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার কলেজ মাঠে গিয়ে পৌঁছায়। 

হেলিকপ্টার থেকে নেমে মোটরসাইকেলে করে কনের বাড়ি যান বর। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরে আসেন। এ সময় বরের সঙ্গে ছিলেন বড় ভাই হেলাল উদ্দিন ও ভাইয়ের স্ত্রী রিপা আক্তার। 

বর কাউছার আহমেদ সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের বাচ্ছু মিয়ার দ্বিতীয় ছেলে। আর কনে সুমাইয়া আক্তার (১৯)। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামের গ্রিস প্রবাসী সফি উল্লাহর মেয়ে। 
 
এদিকে বিয়ের এমন আয়োজন দেখে অবাক গ্রামবাসী। তারা বলেন, এই অঞ্চলে এ ধরনের বিয়ে এটাই প্রথম। এর আগে কোনো দিন এ রকম রাজকীয় বিয়ে হয়নি। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র তিন কিলোমিটার। এতটুকু রাস্তা হেঁটে যেতে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগার কথা। এত অল্প দূরত্বের পথে এই আয়োজন সত্যি ব্যতিক্রম। 

বরের বাবা বাচ্ছু মিয়া জানান, তার স্ত্রী পারভিন বেগমের শখ ছিল ছোট ছেলে কাউছার আহমেদকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন। পারভিন বেগম করোনার সময়ে মারা গেছে। তাঁর ইচ্ছা পূরণ করতেই এই আয়োজন করেন। তিনি মনে করেন, এই আয়োজনের মধ্য দিয়ে তার প্রয়াত স্ত্রীর শখ পূরণ হয়েছে। এই বিয়েতে বরযাত্রী গিয়েছেন ২৫০ জন। এদের নৌকায় ও মোটরসাইকেলে কনের বাড়িতে পাঠানো হয় বরে জানান তিনি। 

বর কাউছার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসার করছি। মায়ের শখ ছিল হেলিকপ্টারে করে বিয়ে করতে যাব। মা নাই, কিন্তু মায়ের শখ পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন