কক্সবাজার প্রতিনিধি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে এসেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিনিধিদলের সদস্যরা কুতুপালং আশ্রয়শিবিরের ৪ নম্বর ক্যাম্পে পৌঁছান।
এর আগে সকালে তাঁরা কক্সবাজার বিমানবন্দরে আসেন। সেখান থেকে ইমন গিলমোর নেতৃত্বে প্রতিনিধিদলটি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রওনা দেয়। ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার এবং রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন তাঁরা।
আজ দুপুরে ইমন গিলমোর জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। পরে ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। রোহিঙ্গা প্রতিনিধিদলে কমিউনিটি লিডারদের মধ্যে পুরুষ ও নারী এবং বেশ কয়েকজন রোহিঙ্গা যুবক মতবিনিময়ে অংশ নেবেন। এরপর ইমন গিলমোর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করবেন।
ইমন গিলমোর কক্সবাজারে দুই দিন অবস্থান করে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।