Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুক্তিযুদ্ধ-বুদ্ধিজীবী শব্দের বানান জানে না চবির বঙ্গবন্ধু পরিষদ

চবি প্রতিনিধি, চট্টগ্রাম

মুক্তিযুদ্ধ-বুদ্ধিজীবী শব্দের বানান জানে না চবির বঙ্গবন্ধু পরিষদ

শহীদ বুদ্ধিজীবী দিবসের পুষ্পস্তবকে ‘বুদ্ধিজীবী’ বানান ভুল করার রেশ না কাটতেই এবার বিজয় দিবসের পুষ্পস্তবকেও দুটি বানান ভুল করেছে বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। এবার খোদ ‘মুক্তিযুদ্ধ’ বানানটিই ভুল করেছে তারা। 

আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতি ম্যুরালে সংগঠনটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময় বিষয়টি নজরে আসে। ‘মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ লিখতে গিয়ে ‘মুক্তিযুদ্ধে’ বানানকে ‘মুক্তিযোদ্ধে’ ও ‘অংশগ্রহণকারী’ বানানকে ‘অংশগ্রহনকারী’ লেখা হয়। এ ছাড়া পুষ্পস্তবক অর্পণের সময় দাপট দেখিয়ে ক্রম ভেঙে আগে শ্রদ্ধাঞ্জলি জানানোরও অভিযোগ উঠেছে সংগঠনটির বিরুদ্ধে। 

গত মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসের পুষ্পস্তবকেও ‘বুদ্ধিজীবী’ বানানকে ‘বুদ্ধিজীবি’ লেখে পরিষদটি, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। 

এ বিষয়ে জানতে চাইলে চবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, ‘এটা টাইপিং মিসটেক হয়েছে। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সকালে আমরা যখন এটা দেখেছি, তখন পরিবর্তন করার সময় ছিল না।’ পর পর দুদিন এ ধরনের ভুল কীভাবে হয়, জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। 

ক্রম ভেঙে আগে শ্রদ্ধাঞ্জলি জানানোর বিষয়ে জানতে চাইলে মো. রাশেদ উন নবী বলেন, ক্রম ভাঙার কোনো ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ‘এটি গর্হিত অপরাধ বলে মনে করি। এটা আমরা অবশ্যই দেখব।’ 

জোর করে আগে ফুল দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। সবার উচিত নিয়মানুযায়ী ক্রম মেনে শ্রদ্ধাঞ্জলি জানানো।’

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত